
ঘাটাইলে কুকুরের কামড়ে ২০জন আহত
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ও বাসাবাইদ এলাকায় বৃহস্পতিবার সকালে কুকুরের কামড়ে বিশ জন আহত হয়েছে।
আহতদের স্থানীয় সাগরদীঘি ক্লিনিক নিয়ে প্রথামিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় পূজা নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে এবং বাসাবাইদ এলাকার সপ্তম শ্রেণির ছাত্র রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাগরদিঘী পপুলার ক্লিনিকের ডাক্তার জাহাঙ্গীর আলম জানান, সাগরদিঘী বাজারে পাগলা কুকুর ছোট ছোট বাচ্চা এবং কয়েকজন বৃদ্ধ সহ প্রায় ২০ জনকে কামড়িয়ে জখম করে। পরবতীতে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে এদের মধ্যে যারা বেশি আহত হয়েছে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।
সাগরদিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহিরুল ইসলাম জানান, কুকুরের কামড়ের বিষয়টি সবার জন্যই আতঙ্কের এবং এলাকার সকলের মধ্যেই কুকুর আতঙ্ক কাজ করছে।