
ঘাটাইলে কোম্পানির নিঃসৃত গ্যাসের দুর্গন্ধে লেখাপড়া ব্যাহত
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে কোম্পানির নিঃসৃত গ্যাসের দুর্গন্ধে উপজেলার সিদ্দিখালি নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শ্রেণিকক্ষসহ চারদিকে পচাঁ দুর্গন্ধের কারণে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিত সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সাধারণ জনগণের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানায়, সিদ্দিখালী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দক্ষিণপাশে ‘প্যারাগণ’ নামে একটি কোম্পানি গড়ে উঠেছে। এ কেম্পানিটি বিগত ছয় মাস ধরে মুরগির বিষ্ঠা ও মৃত মুরগি দিয়ে জৈব সার তৈরি করে আসছে। জৈব সার তৈরির সময় কোম্পানির ভিতর থেকে এক ধরনের গ্যাস নিঃসৃত হয়। এই পঁচা দুর্গন্ধযুক্ত গ্যাস এলাকায় ছড়িয়ে পড়লে সিদ্দিখালী, দুলালিয়া ও উত্তর লক্ষিন্দর এলাকার মানুষ রোগ-বালাইসহ বিভিন্ন্ ধরণের সমস্যার সম্মুক্ষীণ হচ্ছে। এ ছাড়া সিদ্দিখালী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় , সিদ্দিখালী এবতেদায়ী মাদরাসা , মেধা সিঁিড় কিন্ডার গার্টেন ও আদর্শ কিন্ডারগার্টেনের প্রায় হাজার শিক্ষার্থীর লেখা-পড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ে ক্লাশ করার জন্য উপস্থিত হলেও কোম্পানির ঐ নিঃসৃত গ্যাসে মনোযোগ হারিয়ে ফেলে তারা। শিক্ষকগণ বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর জন্য শিক্ষার্থীদের চাপ সৃষ্টি করলেও সন্তোষজনক সাড়া পাচ্ছেন না। দুর্গন্ধের প্রতিকার চেয়ে প্যারাগণ কোম্পানির নিকট আবেদন করলেও কোন সাড়া মিলেনি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিন্দ্র চন্দ্র দাসসহ স্থানীয় জনগণ দুর্গন্ধ বন্ধের প্রতিকার ও শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি আবেদন করেছেন। প্যারাগন কোম্পানির সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম জানান, জৈব সার তৈরির সময় নিঃসৃত গ্যাস দুর্গন্ধ ছড়ায়। তবে বর্তমানে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম জানান, বিষয়টি আমি অবহিত হয়েছি। লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে দ্রুত ওই কোম্পানি অপসারণ করা প্রয়োজন।