
ঘাটাইলে খদ্দেরসহ দুই নারী গ্রেফতার
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: ঘাটাইলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে খদ্দের আমিরুল ইসলাম বিদ্যুৎ (৩০) সহ দুই নারীকে (মা-মেয়ে) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। বিদ্যুৎ ঘাটাইলে চেংটা গ্রামের হযরত আলীর ছেলে। রোববার রাতে ঘাটাইলে শান্তি মহল নামক মহল্লার একটি বাসা থেকে মা-মেয়ে সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলো- মা ফাতেমা জামান শান্তি (৪২) ও মেয়ে শারমিন শৈলি রীতি (১৯)।
তদন্তকারী ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন জানান, শান্তি মহলের নিজ বাসায় দীর্ঘ দিন ধরে মা-মেয়ে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। গত রাতে খদ্দের সহ ঐবাড়িটি এলাকাবাসী ঘেড়াও করে পুলিশকে খবর দেয় । পরে ঘটনাস্থল থেকে খদ্দের সহ তাদেরকে আটক করা হয় । এদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ ছাড়াও মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন ঘাটাইল থানা অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন । গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।