
ঘাটাইলে চোরাই গরু সহ আটক ৩
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইলে তিন গরু চোরকে আটক করেছে ঘাটাইল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার কাশতলা গ্রাম থেকে ব্যবহৃত ট্রাক ও তিনটি চোরাই গরু সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার রূপসি গ্রামের রাজু আহম্মেদের ছেলে সুলতান মাহমুদ (৪৮), বাসাইল উপজেলার নাহালী গ্রামের আলম (৩২) এবং জামালপুরের চরশী গ্রামের মিন্টু মিয়ার ছেলে রিপন মিয়া(২৮)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার ভোরে মধুপুর উপজেলার ট্রাক শ্রমিকের লোকজন (ঢাকা-মেট্রো-ন-১৮-৭৩৭৭) নম্বরের একটি মিনি ট্রাকে গরু নিয়ে টাঙ্গাইলের দিকে আশার পথে তাদের সন্দেহ করে। এ সময় তারা বাধা দিলে ট্রাকটি তাদের এক শ্রমিকে আহত করে পালিয়ে আসে। তাৎক্ষনিক শ্রমিকরা অপর একটি গাড়ি নিয়ে ট্রাকটির পিছু ধাওয়া করে এবং ঘাটাইল থানার পুলিশকে খবর দেয়। পুলিশ ও জনতার ধাওয়া খেয়ে গরু চোরের দল গরু সহ ট্রাকটি ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামে রেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় জনতা তিন চোরকে আটক করে গন পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। অপর দুই চোর দৌড়ে পালিয়ে যায়। পরে পুলিশ চোরাই তিনটি গরু ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন জানান, চোরাই গরু গুলি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সানারকৈড় গ্রামের ফারুক হোসেনের। আটককৃতদের জেলা হাজতে প্রেরন করা হয়েছে।