
ঘাটাইলে ট্রাকসহ চার রাবার চোর আটক
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : ঘাটাইলে ট্রাক ভর্তি রবার সহ চার রাবার চোর আটক করেছে ঘাটাইল থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলা সদরের খাদ্য গুদাম এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরনখোলা গ্রামের দুই সহদোর মিরাজ উদ্দিন(৩৫) ও ইদ্রিশ আলী(৩১) । বরিশালের বানারিপাড়ার সালাম হাওলাদারের ছেলে খায়রুল ইসলাম(৩০) এবং নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিটোয়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে মাফিকুল খান(১৮)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, ময়মনসিংহের পীরগাছা রবার বাগান থেকে (ঢাকা-মেট্রো-ন-১৩-১১০৩) নম্বরের একটি মিনি ট্রাক ভর্তি চোরাই রাবার নিয়ে যাচ্ছিল একদল চোর। এ সময় ময়মনসিংহের মুক্তাগাছার ২ নং এপিবিএন পুলিশের একটি দল তাদের পিছু নেয়। চোরাই রাবার সহ মিনি ট্রাকটি ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কের ঘাটাইল উপজেলা সদরের খাদ্য গুদাম এলাকায় পৌছলে ঘাটাইল থানা পুলিশের সহায়তায় চার রাবার চোরকে আটক করে এবং ট্রাক ভর্তি রাবার থানায় নিয়ে যায়। উদ্ধার হওয়া চোরই রবারের বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা বলে জানায় পুলিশ। আটককৃত সকলকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে ময়মনসিংহের মুক্তাগাছার ২ নং এপিবিএন পুলিশের এসআই হাবিবুর রহমান বাদী হয়ে ঘাটাইল থানায় মামলা দায়ের করেছেন।