
ঘাটাইলে ট্রাক চাপায় স্কুল শিক্ষক নিহত
ঘাটাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক চাপায় ইদ্রিস আলী নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার সাগরদিঘীর পল্টন নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি বেতুয়া গ্রামের ইননুস আলীর ছেলে। তিনি ইন্দ্রিরা বাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
সাগরদিঘী পুলিশ ফাঁড়ির এসআই কবীর উদ্দিন জানান, ইদ্রিছ আলী ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন। মসজিদে যাওয়ার সময় সাগরদিঘী-সখিপুর সড়কের পল্টনপাড়ে বিপরীত দিকে থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করতে পারেনি পুলিশ।