
ঘাটাইলে তিন দিন ব্যাপি পিআইবি’র বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে সাংবাদিকদের তিন দিন ব্যাপি বুনিয়াদি প্রশিক্ষণ রোববার থেকে শুরু হয়েছে। প্রেস ইন্সটিটিউড অব বাংলাদেশ (পিআইবি) তিন দিন ব্যাপী এই বুনিয়াদী প্রশিক্ষণের আয়োজন করেছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন ঘাটাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মুহাম্মদ শাহীন। প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অন্টারনেটিভ(ইউডা)এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. মাহবুব আলম।
এ সময় পিআইবি’র রিপোর্টার ও সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন সহ পিআইবি’র অন্যান কর্মকর্তারা উপস্থিত ছিলেন।টাঙ্গাইলের পাঁচ উপজেলার বিভিন্ন পত্রিকার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন।