
ঘাটাইলে দুই প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে দুই প্রধান শিক্ষককে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঘাটাইলের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন পরবর্তী প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জান খান, প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান খান, সাধারন সম্পাদক সুজাত আলী খান, প্রধান শিক্ষক বাছেদ করিম, হুমায়ুন কবির, আঃ রউফ, কলেজ শিক্ষক জিল্লুর রহমান জুলহাস প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা চব্বিশ ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করার দাবী জানান। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিভিন্ন শ্রেনি পেশার মানুষ একাত্বতা প্রকাশ করে। বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখা আলাদা ভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে।
উল্লেখ্য যে,ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে গত রবি ও সোমবার উপজেলার নূরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান এবং বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকবর হোসেনকে মারধর করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় তার সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ মিয়াকে হুমকি প্রদান করে ।