
ঘাটাইলে পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: ঘাটাইলের সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ঘাটাইল ইউনিয়নের ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে এ উপকরণ বিতরন করা হয়।
ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হায়দার আলী’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত, ইউপি সচিব মোঃ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান খলিলুর রহমান, বীরহামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির আলী, একেএম করিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন তালুকদার প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি ও বিভিন্ন পেশার লোক উপস্থিত ছিলেন।