
ফলোআপ
ঘাটাইলে পিডিবির নির্বাহী প্রকৌশলীকে পেটানোর ঘটনায় পৌর মেয়রের বিরুদ্ধে মামলা
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের ঘাটাইলে কর্মরত পিডিবির নির্বাহী প্রকৌশলী সুরেশ চন্দ্র পালকে পিটিয়ে আহত করার ঘটনায় পৌরসভার মেয়র শহিদুজ্জামান খানকে প্রধান আসামী করে মামলা করা হয়েছে।
পিডিবির ঘাটাইল কার্যালয়ের সহকারি প্রকৌশলী কামরুজ্জামান বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেছেন। মামলার জি.বি.জি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস রবিউল ইসলাম তমাল, ছাত্রলীগ নেতা ইয়েন ও আয়নাল সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসমী করা হয়েছে।
উল্লেখ্য যে, ঘাটাইল সদর জামে মসজিদের কাছে বিদুৎতের একটি খুটি সরানো নিয়ে গত মঙ্গলবার বিকালে পৌরসভার মেয়র শহিদুজ্জামান খানের সাথে মোবাইলে নির্বাহী প্রকৌশলীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির জের ধরে গতকাল বুধবার সকালে জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের জিএস ছাত্রলীগ নেতা রবিউল আলম তমালের নেতৃত্বে ৭/৮ জন লোক নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে যায় এ সময় তিনি তার তিন তলার অফিস কক্ষ থেকে দ্বিতীয় তলায় নামছিলেন। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা সন্ত্রাসী কায়দায় নির্বাহী প্রকৌশলীকে কিল ঘুষি ও লাথি মারতে থাকে এবং মেঝেতে ফেলে দেয়। এ সময় তার পরনের শার্ট ছিড়ে ফেলে এতে তিনি আহত হন। তারা তার পকেটে থাকা ১৪ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নেয়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় পৌর মেয়র সহ চার জনের নাম উল্লেখ্য করা হয়েছে অজ্ঞাত আসামী রয়েছে আরো ৫/৬ জন। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।