
ঘাটাইলে পিস্তল ও চাপাতিসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের ঘাটাইলে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও চাপাতিসহ পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মিল্কি কাজীকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার(২৮ জুন) বিকালে পৌরসভা গালর্স স্কুল রোডের নিজ বাসা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে ঘাটাইল থানা পুলিশ।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মো. মহি উদ্দিন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিল্কির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও জাপানে তৈরি একটি চাপাতি উদ্ধার করা হয়।