
ঘাটাইলে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : ‘খাদ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাইল’-এ শ্লোগান কে সামনে নিয়ে মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে ৩ দিন ব্যাপী ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
উপজেলা চত্বরে ঘাটাইল কৃষি সম্প্রসার অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় এ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন এ বৃক্ষ মেলার উদ্বোধন করেন। পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আম্বিয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, অধ্যক্ষ শামসুল আলম মনি, পৌর মেয়র শহিদুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাস, কৃষি অধিদপ্তরের উপসহকারী কর্মকর্তা কর্মচারীসহ সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বৃক্ষ মেলায় অর্কিড জাতীয় বৃক্ষ, বিষমুক্ত ফলের স্টল, কৃষি প্রযুক্তি সেবা ও মেলা পরিচালনা স্টল, বনশাই স্টলসহ বিভিন্ন নার্সারী কর্তৃক ২০ টি চারার স্টল রয়েছে।