
ঘাটাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: “উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি”- এই শ্লোগানে মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের বিকাশ ও আবিষ্কারের অভিজ্ঞাতা অর্জনের লক্ষ্যে দুই দিন ব্যাপী ৩৮ তম বিজ্ঞান ও প্রযুক্তির মেলা উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু।
উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আম্বিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম শামসুল হক, পৌর মেয়র শহিদুজ্জামান খান, সাবেক মেয়র হাসান আলী, জিবিজি কলেজ অধ্যক্ষ শামসুল আলম মনি, ইঞ্জিঃ মাসুদুর রহমান আজাদ, হায়দার আলী প্রমূখ।
এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্জালনা করেন, উপজেলা সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা। মেলায় ক্ষুদে বিজ্ঞানীদের (৪০ ) প্রকল্প নিয়ে (১০০) জন শিক্ষার্থী ১১ টি স্টল রয়েছে। এর মধ্যে (৪০) জন ছাত্র ও (৬০) জন ছাত্রী অংশ নেয়। শেষে মেলার স্টল গুলো পরিদর্শন করেন অতিথীবৃন্দ। ৩৮ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ ইং উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতামুলক অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষনা উন্নয়ন সম্প্রসারণ ও সফল ব্যবহারের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নতি সাধন, ঘাটাইলের নাগরিক এবং শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান মনস্ক ও উৎসাহী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় নিয়ে এ মেলা উদ্বোধনা করা হয়।