
ঘাটাইলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : ‘আমি প্রকৃতির, প্রকৃতি আমার প্রাণের স্পন্দনে প্রকৃতির বন্ধনে’ এই শ্লোগাণকে সামনে রেখে সোমাবার সকালে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনে আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুল কাশেম মুহাম্মদ শাহীনের নেতৃত্ব একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র শহিদুজ্জামান খান, জিবিজি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মতিয়ুর রহমান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়রণ চন্দ্র সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে. এম. শামসুল হক, ভিপি আবু সাইদ রুবেল সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।
র্যালি শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে আকাশমণি গাছের চারা বিতরণ করা হয়।