
ঘাটাইলে ব্র্যাকের বিদেশগামীদের ভাষা ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ঘাটাইলে ব্র্যাকের সামাজিক ব্যবসা ‘ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেড’ (বিপিএল) এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান ভিপি শহিদ ব্র্যাক বিদেশগামীদের ভাষা ও প্রশিক্ষন কেন্দ্র নামে ব্র্যাক প্রবাসবন্ধু লিমিটেড (বিপিএল) এর উদ্বোধন করেন। ব্র্যাক কর্মকর্তারা জানান, পাইলট প্রকল্প হিসাবে ব্র্যাক দেশের ৩টি জেলার ৯টি উপজেলায় এ কর্যক্রম শুরু করেছে। সামাজিক ব্যাবসার আওতায় একজন অভিবাসী কর্মী নিরাপদে বিদেশগমন ও দক্ষতার সাথে কাজ করতে সক্ষম হবে। ব্র্যাকের ঘাটাইল অঞ্চলের এয়িরা ম্যানেজার শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি মোহাম্মদ কামাল হোসেন সভা পরিচালনা করেন ভাষা ও প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম তুষার।