
ঘাটাইলে মাদক নির্মূল কমিটির ভিন্নধর্মী উদ্দোগ: আটক ২
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে মাদক নির্মুল কমিটির উদ্যোগে মাদক ব্যাবসায়ীদের ধরে পুলিশে দেওয়াসহ বিভিন্ন কর্মসুচি সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় ঘাটাইল উপজেলার দিঘলকান্দী ইউনিয়ন মাদক নির্মুল কমিটির উদ্দোগে এক সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন দিঘলকান্দী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম।
এতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনার বক্তব্য রাখেন মাদক নির্মুল কমিটির সভাপতি দিঘলকান্দী ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, ওয়ার্ড ভিত্তিক সমন্বয়ক হিসেবে প্রতিনিধিত্ব হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদর্সবৃন্দ যথাক্রমে নাজমা বেগম,শফিকুল ইসলাম টিক্কা,মনির তালুকদার প্রমুখ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হামিদপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন খান রতন,আরিফ সিদ্দিকি,শহিদুল ইসলাম খান গুঠু, রনক খান, আব্দুল মুসলিম, মকবুল খান,আবুল হোসেন খান, হাতেম মেলেটারি প্রমুখ।
সময় দিঘলকান্দী ইউনিয়নের নাটশালা, কালিয়া গ্রাম, আড়ালিয়া, মুজাহাটী সহ সাত গ্রামের ৫ সহশ্রাধিক জন মানুষ উপস্থিত ছিলেন। সভায় দিঘলকান্দী ইউনিয়নের মাদক ব্যাববসার সাথে সম্পৃক্ত ৩০-৩৫ জনের নাম উঠে আসলে তাদেরকে ধরে পুলিশে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।পরে ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলামের নেত্বেত্তে ৪১ সদর্স বিশিষ্ট মাদক নির্মুল কমিটি মাদক ব্যাবসায়ীদের বাড়িতে যেয়ে ৪ জনকে ধরে পুলিশ অফিসারের কাছে সোপার্দ করা হয়। আটককৃতরা হলেন নাটশালা গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রুবেল(২৫),আড়ালিয়া গ্রামের করিমের ছেলে আবু তালেব(৩৫), কালিয়াগ্রামের আমতাছ আলীর ছেলে আনছার আলী(৩০), একই গ্রামের মধু শেখের ছেলে মিনাল(৩৫)।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, আটককৃতদের থানা হেফাজতে আনা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।