
ঘাটাইলে মা সমাবেশ অনুষ্ঠিত
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: বিশ্ব মা দিবস উদ্যাপন উপলক্ষে ঘাটাইলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় ঘাটাইল এস.ই পাইলট পালিকা উচ্চ বিদ্যালয়ে ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্র্তা কার্যালয়’র এর উদ্যোগে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ঘাটাইল মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে’র সভাপতিত্বে মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঘাটাইল সমাজসেবা অফিসার সানজিদা সুলতানা, ঘাটাইল এস.ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুুলি বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘাটাইল এস.ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার রোমানা ফেরদৌসী ।