
ঘাটাইলে মুক্তিযোদ্ধার উপর হামলা আহত ৪
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল: টাঙ্গাইলের ঘাটাইলের নলছোপা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ও তার পরিবারের সদস্যদেরকে পুলিশ কনস্টেবল মহির উদ্দিন ও ইউনিয়ন জামায়াত নেতা হায়দর আলী গং দের নেতৃত্বে বৃহস্পতিবার বিকেলে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত মুক্তিযোদ্ধার স্ত্রী ও মেয়েকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত মুক্তিযোদ্ধার ছেলে জয়নাল আবেদিন বাদি হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
লিখিত অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের নলছোপা গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে বাংলাদেশ পুলিশ বাহিনীর কনস্টেবল মহির উদ্দিন (৫৫) আরো কয়েকজনকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বীরমুক্তিযোদ্ধা আবদুল লতিফ (৭০), তার স্ত্রী শান্তি বেগম (৫০), মেয়ে শিল্পী (৩৫) ও ছেলে জয়নাল আবেদিন (২০)দের উপর আকস্মিক হামলা চালায়। এসময় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।
লোকেরপাড়া ইউপি চেয়ারম্যান মো. শরিফ হোসেন জানান, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ ও তার পরিবারের সদস্যদের উপর হামলার ঘটনাটি সত্য। হায়দর আলী গংদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার বলে আমি মনে করি।’
পুলিশ কনস্টেবল মহির উদ্দিনের সাথে এবিষয়ে কথা বলতে গেলে, সাংবাদিক পরিচয় পাওয়ার পর আমি ভেতর থেকে আসছি, একটু দাঁড়ান বলে তিনি কৌশলে চলে যান। পরবর্তীতে তিনি যোগাযোগ করেননি।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) শাহীনের ফোনে কথা বলতে সময় তিনি জানান, উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত করা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবোনা তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।