
ঘাটাইলে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ রোববার উপজেলার জামুরিয়া ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শত ৫০ জন শিক্ষার্থীর মধ্যে এ উপকরণ বিতরন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা উপকরন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহীন। জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ, রসুলপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হক সেন্টু প্রমূখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, জন প্রতিনিধি ও বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।