
ঘাটাইলে সহকারি শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা: ঘাটাইলে সহকারি শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি দিয়েছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার বিভিন্ন বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ। প্রধান শিক্ষকদের স্কেলের পরের ধাপেই সহকারি শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ, যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে শতভাগ পদোন্নতি ও ননভ্যাকেশনাল ডিপোর্টমেন্টের কর্মচারীর সমমর্যাদা ও সুযোগ প্রদান এ তিন দফা দাবি বাস্তবায়নে ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দিয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় ঘাটাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক সহকারি শিক্ষকগণ ঘাটাইল উপজেলা পোষ্ট অফিসে তাদের হাতের লেখা এ চিঠি ডাকযোগে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করেন।
এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা শাখার সভাপতি আখতারুজ্জামান সিদ্দিকী, সম্পাদক সুজাত আলী খান, সহসভাপতি আনোয়ার হোসেন সেলিম প্রমুখ সহ আরো শিক্ষক সমিতির অন্যান্যা সহকারি শিক্ষক নেতৃবৃন্দ।