
ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার মোঘলপাড়া নামকস্থানে বুধবার(২৪ মে) সকালে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ছেলে আহত হন। নিহতরা হচ্ছেন, গোপালপুর উপজেলার ডাংডাইল বাকুটি গ্রামের সুলতান মাহমুদ (৩২) এবং তার স্ত্রী রওশন আরা বেগম (২৮)।
ঘাটাইল থানার এসআই মোহাম্মদ নুরুজ্জামান জানান, হতাহতরা মোটরসাইকেলযোগে কালিহাতী যাচ্ছিল। এ সময় তারা ঘাটাইল উপজেলার মোঘলপাড়া নামকস্থানে পৌঁছলে একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুলতান নিহত এবং তার স্ত্রী ও ছেলে আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তার স্ত্রী রওশন আরা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তারও মৃত্যু হয়।