
ঘাটাইলে ২১ দিনে ১১ বাল্য বিবাহ বন্ধ ও ৩৫ জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ঘাটাইলে অত্যন্ত সাহসিকতা ও বিচক্ষণতার সাথে সক্রিয়ভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। তিনি বাল্য বিবাহ প্রতিরোধ, অবৈধ বালু উত্তোলন, মাদক, খাদ্যে ভেজাল, লাইসেন্সবিহীন যানবাহন ইত্যাদি ক্ষেত্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছেন। এছাড়া ঘাটাইল থানা অফিসার ইন-চার্জ মহি উদ্দিন পিপিএম এর নেতৃত্বে অপারেশন চালিয়ে মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হচ্ছে। এই উপজেলাকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইন-চার্জ। রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন ও সাধারণ জনগণের ব্যাপক সমর্থন ও সহযোগিতা তাঁদেরকে এই সাফল্য অর্জনে অনুপ্রাণিত করেছে।
এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী অফিসার জানান, চলতি সনের গত জুন মাসে মাদকের বিরুদ্ধে ২১ দিনে ৭৮টি মামলায় ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়। এদের মধ্যে কয়েকজন কুখ্যাত মাদক ব্যবসায়ীও রয়েছে। উক্ত মাসে বাল্য বিবাহ প্রতিরোধে ১১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ও উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ টি বাল্য বিবাহ বন্ধ করা হয়। ৩৩ জনকে অর্থ বিভিন্ন পরিমাণে অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত মাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও মূল্য তালিকা প্রদর্শন নিশ্চিতকরণের লক্ষ্যে ১৫টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতের কারণে উপজেলায় স্বস্তির পরিবেশ বিরাজ করছে।