
ঘাটাইলে ৫ম হ্যাবিট বৈশাখী গলফ কাফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী ৫ম হ্যাবিট বৈশাখী কাপ গলফ টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিনদিন ব্যাপী টুর্ণামেন্টের শনিবার সকালে উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক সংস্থাহ্যাবিটের কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ।
টুর্ণামেন্টে ঘাটাইল ছাড়াও যমুনা, ময়মনসিংহ সেনানিবাস সহ দেশের অন্যান্য গলফ ক্লাব থেকে বিভিন্ন ইভেন্টে সাব জুনিয়র, জুনিয়র, লেডি এবং রেগুলার গলফারসহ মোট ১০০ জন গলফার অংশ গ্রহন করেন।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৯ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার ও ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সাজ্জাদুল হক।