
ঘাটাইলে ৬ শিক্ষক-কর্মচারীর এমপিও কর্তনের আবেদন
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ৬ জন শিক্ষক কর্মচারীর এমপিও কর্তনের আবেদন করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দুইজন শিক্ষক, দুইজন ৩য় ও দুইজন ৪র্থ শ্রেণি কর্মচারীর নাম কর্তনের জন্য জেলা শিক্ষা অফিসে অনলাইনের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এরা হলেন, মানিকপুর সংরামপুর দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী সোলায়মান খান, পাঁচটিকরী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ফেরদৌস আলম। তারা দু’জনেই ভাল চাকুরী পাওয়ায় অন্যত্র চলে যায়। নবরতœবাড়ি দাখিল মাদ্রাসার জাকির হোসেন, শহীদ সালাম উচ্চ বিদ্যালয়ের লতিফ সরকার, সিংগুরিয়া লোকেরপাড়া উচ্চ বিদ্যালয়ের নূরুল ইসলাম ও রবিদাস মারা যাওয়ায় এমপিও শিট থেকে নাম কর্তনের আবেদন করা এরা ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী বলে জানা যায়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক বলেন, নাম কর্তনের বিষয়টির প্রক্রিয়াধিন রয়েছে আশা করি পরবর্তী মাসের এমপিও শিটে তাদের নাম থাকবে না।