
ঘাটাইল ইউনিয়নের বাজেট ঘোষণা
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে ২ নং ঘাটাইল ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে ঘাটাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জনসাধারণের উপস্থিতিতে ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
ঘাটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হায়দর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম আম্বিয়া জিন্নাহ সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, শিক্ষক, এলাকার গণ্য মান্যসহ দুই শতাধিক ব্যাক্তিবর্গ।
এসময় বাজেট উপস্থাপন করে করেন ঘাটাইল ইউনিয়নের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম খান। এতে ১ কোটি ৮ লাখ ২২ হাজার ৩৫৪ টাকার বাজেট ঘোষণা করা হয়।