
ঘাটাইল এস.ই.পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
রেজাউল করিম খান রাজু, ঘাটাইল : টাঙ্গাইলে ঘাটাইলে বর্ণাঢ্য আয়োজনে এস.ই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার (২৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি এ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুলি বেগম এর সভাপতিত্বে বিদ্যালয়ের দশম বিজ্ঞান শাখার শিক্ষার্থী নুসরাত হক ও লাবী রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আবুল কাশেম মুহাম্মদ শাহীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সভাপতি, বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের শহিদুল ইসলাম লেবু, পৌর মেয়র শহিদুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম শামসুল হক, ভিপি আবু সাইদ রুবেল। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মনেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান উপভোগ করতে বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীসহ এলাকার শতশত নারী পুরুষ, আবাল বৃদ্ধ বণিতার আগমনে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবে মুখরিত হয়ে উঠে।