
চাঁপাইনবাবগঞ্জ থেকে হলি আর্টিজানে হামলার পরিকল্পনাকারী মাহফুজসহ ৪ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পরিকল্পনাকারী ও উত্তরাঞ্চলীয় জেএমবির কমান্ডার সোহেল মাহফুজ ওরফে হাতকাটা মাহফুজসহ নব্য জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ জুলাই) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিবগঞ্জের একটি আমবাগানে নব্য জেএমবির সদস্যরা বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে জেএমবির কমান্ডার সোহেল মাহফুজসহ চার জঙ্গিকে গ্রেফতার করা হয়। তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২০ নাগরিক ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়।