
চিকুনগুনিয়ায় আক্রান্তদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল
অনলাইন ডেস্ক: চিকুনগুনিয়ায় আক্রান্তদের কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ রুল জারি করেছেন।
একইসঙ্গে কেন আক্রান্ত অঞ্চলে এডিস মশাসহ অন্যান্য মশা নিধনে যথাযথ স্প্রে করা হবে না এবং কেন ডাম্পিং অঞ্চলগুলো ও আবর্জনা স্তূপ পরিষ্কার করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, দুই সিটি করপোরেশনের মেয়রসহ সাতজনকে এ বিষয়ে ব্যাখ্যা হাজির করতে হবে।
এর আগে ৪ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সুজাউদৌলা আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে রিট দায়ের করেন। শুনানি শেষে এই আইনজীবী সাংবাদিকদের বলেন, আবেদনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নিশ্চিতের কথা বলা হলেও তা সুনির্দিষ্ট না থাকায় শুনানি মুলতবি হয়েছে।
পরে আজ রবিবার এ বিষয়ে শুনানি নিয়ে রুল জারি করেন আদালত। এসময় তাকে সহযোগিতা করেন আইনজীবী গৌরাঙ্গ চন্দ্র কর।