
চৌহালীতে মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালীতে ফুলি খাতুন (৫০) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে পুলিশ। ফুলি মধ্যজোতপাড়া গ্রামের মৃত সুলতান মাষ্টারের দ্বিতীয় স্ত্রী।
চৌহালী থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান, থানা সদরের মধ্যজোতপাড়া গ্রামের চিহিৃত মাদক ব্যবসায়ী ফরিদ মিয়ার বাড়িতে ইয়াবা সেবন ও ব্যবসা চলে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালানোর সময় ফরিদ কৌশলে পালিয়ে যায়। এসময় ঘর তল্লাসি করে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ের অন্যতম সহযোগি তার মা ফুলি খাতুনকে গ্রেফতার করা হয়। পরে মাদক মামলায় তাকে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়া ইয়াবা ফরিদকে আটকের জন্য অভিযান চলছে।