
চৌহালী রক্ষা বাঁধে ধ্বস ৭০ মিটার বিলীন-এলাকায় আতংক
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ : যমুনা নদীর উজান থেকে বয়ে আসা পানি আসতে না আসেই পাড় রক্ষা বাঁধ ভাঙ্গন শুরু হয়েছে। এ ভাঙ্গন নিত্য নতুন কোন ঘটনা নয়, এটা পুরাতন বাক্য। বরাবরই মতই যমুনা নদীর পানি সামান্য বেড়ে যাওয়ায় শুরু হলো ভাঙ্গন। সেই ভাঙ্গন শুরু হয়েছে সিরাজগঞ্জের চৌহালীতে ১০৯ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন বাঁধ খগেনের ঘাট এলাকায়। আকস্মিক ধ্বসে প্রায় ৭০ মিটার এলাকা বিলীন হয়ে গেছে। ধ্বসের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এখন ভাঙ্গনরোধে কাজ শুরু না করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ২০১৫ সালে ২৪ নভেম্বর ১০৯ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার তীর সংরক্ষন বাঁধের কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে মাটি ফেলে জিও টেক্স দিয়ে এখানে তৈরী করা হয়েছে বাঁধের অস্থায়ী অংশ। যার উপর পাথরের ড্রেসিং কাজ চলমান রয়েছে। হঠাৎ করে মঙ্গলবার বিকেল হতে নদীর চৌহালীর জাজুরিয়া খগেনের ঘাট অংশে ৭০ মিটার ধ্বসে যায়। আকষ্মিক এ ধসের ফলে এলাকা জুড়ে সবার মাঝে আতংক বিরাজ করছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, নদীর পানি সরাসরি খগেন ঘাটে আঘাত হানায় বাঁধের তলদেশের গর্ত সৃষ্টি হওয়ায় এ ধ্বস দেখা দিয়েছে। তবে আতঙ্কের কিছুই নেই। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।