

বিনোদন ডেস্ক: একেবারেই কাজ কমিয়ে দিয়েছেন আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’ এর ব্যপক সাফল্য আর আলোচনার পর ঐ হাইপ থেকে নিজেকে নামাতে চাননি তিনি। এর ভেতরে ওটিটিতে কাজ করেছেন ঠিকই। কিন্তু গড়পড়তা নাটক বা ফিল্মকে ‘না’ বলেছেন প্রচুর।
বাঁধন বললেন,‘দেখুন ক্যারিয়ারের এই ম্যাচিউরড সময়ে নিজে আর পিছলে পড়তে চাই না। অনেককিছু সেক্রিফাইস করেছি। হ্যা। অনেক কষ্ট করেই এই অবস্থানটা অর্জন করতে হয়েছে। আমি রেহানা’র সাফল্যের পর প্রতিদিন কাজ করতে পারতাম। তাতে নগদ আয় উপার্জন আসতো ঠিকই প্রচুর। তার কিছুটা কাভার করছি বেশ কিছু ব্র্যান্ড প্রমোশনে। কিন্তু নিজেকে একদমই আগের মতো শুধু টাকার জন্য অভিনয় করছি না। যা আগে করতাম।’
তবে বলা হচ্ছে নির্মাতা সাদ এর কাজের পর বাঁধনের এবারের নেটফ্লিক্স মুভির কাজটি নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হবে। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই মুভির নাম‘ খুফিয়া’। ছবির কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন বলিউড তারকা টাবু। তারই সাথে স্ক্রীন শেয়ার করেছেন বাঁধন। ছবিটির গল্প নিয়ে নানামুখী বিতর্ক বা আলোচনা থাকলেও বাঁধন একজন শিল্পী হিসেবেই বিষয়টি দেখছেন।
বাঁধনের মতে, ‘ছবির গল্প বা চিত্রনাট্যের দায় একান্ত নির্মাতা প্রযোজকের। অভিনয়ের ক্ষেত্রে আমি কতটা দায়িত্বশীল হয়ে কাজ করলাম, সেটিই বড় কথা। তবে ট্রেলার প্রকাশের পর এরই ভেতরে বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি। উচ্ছ্বাস শুনতে পাচ্ছি। ব্যক্তিগত ভাবে আমি টাবু’র বিশাল বড় ফ্যান। তার সাথে স্ক্রিন শেয়ার, অফস্ক্রিনে দীর্ঘ সময় ধরে আড্ডা দেয়াটা আমার জীবনের অন্যতম আনন্দের ঘটনা। তাই ছবিটি নিয়ে তর্ক-বিতর্ক-আলোচনা-প্রশংসার অপেক্ষায় আছি। অনেক শ্রম দিয়েছি এই কাজটিতে। প্রথমত আমার প্রথম কোনো হিন্দি মুভির কাজ। দ্বিতীয়ত বলিউড প্রডাকশনে আমার নতুন অভিজ্ঞতা। একজন বাংলাদেশি অভিনেতা হিসেবেও আমাকে সেই সেটে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়েছে।’