
জঙ্গি হামলা প্রতিরোধে বিদ্যুত স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমান সিকিউরিটি রয়েছে ॥ বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি বলেছেন, জঙ্গি হামলা প্রতিরোধে দেশের বিদ্যুত স্টেশনগুলোতে পর্যাপ্ত পরিমান সিকিউরিটি রয়েছে। গত বছর থেকে আমরা বিদেশি সিকিউরিটি কনসালটেন্ট হায়ার করেছি। ফিজিক্যাল সিকিউরিটির পাশাপাশি অন্য বিষয়গুলোও ব্যবস্থা নেয়া হচ্ছে। আমাদের বড়বড় যেসব প্রকল্প চলছে পায়রা, মাতারবাড়ী, রামপাল ছাড়াও অন্যান্য প্রকল্পগুলোতেও পর্যাপ্ত সিকিউরিটি ব্যবস্থা নেয়া হয়েছে।
গতকাল শনিবার দুপুরে জেলা সদর মাঠে অনুষ্ঠিত টাঙ্গাইলে (হাজী আবুল হোসেন ইনিস্টিটিউট) হ্যাবিটের ইয়ুথ ফেস্টিভ্যালের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে আমরা প্রাইজ সমন্বয় করার জন্য বারকে দিয়ে দিয়েছি। এটা বারকে’র উপর নির্ভর করছে, তারা পাবলিক হেয়ারিং করবে। তারা কি পরিমান প্রাইজ এডজাষ্টমেন্ট চাচ্ছে।
মন্ত্রী বলেন, গ্যাসের আবাসিক সংযোগের বিষয়ে নিরুসাহিত করছি। এটা মোটামুটি বন্ধই করে দিয়েছি। এলপি গ্যাস মোটামুটি সারা দেশেই পাওয়া যাচ্ছে। গ্যাস মহামূলবান, তাই এই গ্যাস শিল্পকারখানায় দিলে পণ্যের উৎপাদন কয়েকগুণ বেড়ে যায়। কর্মসংস্থানেরও সৃষ্টি হয়।
টাঙ্গাইল সদর আসনের এমপি ও হাজী আবুল হোসেন ট্রাস্টের চেয়ারম্যান ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৮ আসনের আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইলের সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মাহবুব হোসেন প্রমুুখ।
এরআগে প্রতিমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে তিনি বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন করেন। হ্যাবিটের বিভিন্ন বিভাগের মোট ১০টি স্টল মেলায় স্থান পেয়েছে।