
জাগ্রতবাংলা প্রতিবেদক : নওগাঁর মহাদেবপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় নওগাঁর মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি নওগাঁর মহাদেবপুরের কলোনি পাড়ার মকবুল হোসেনের ছেলে এনামুল হক(৩৫)।
জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্প কোম্পানি কমান্ডার মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি মাদক ব্যবসায়ী এনামুল হক নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে আসছিল। সেইসাথে নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় মাদকসেবী ও ব্যবসায়ীদের নিকট মাদক সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।
এস এম