
জামালপুরে মাদকাসক্ত ডাক্তার পুত্র খুন করল মাকে
জামালপুর সংবাদদাতা: জামালপুরে মাদকাসক্ত এমবিবিএস ডাক্তার পুত্র দা দিয়ে কুপিয়ে খুন করেছে মা ফাতেমা জামানকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১জুলাই) বিকালে শহরের বজ্রাপুর রোডে মৃত ছাইদুজ্জামান’র পুত্র ডাক্তার ফয়সাল ইবনে সাইদ পলাশ’র(৩৩) সঙ্গে তার মায়ের কথাকাটাকাটি হয়। এতে একপর্যায়ে পলাশ ধারালো দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই তার ফাতেমা জামানের মৃত্যু হয়।।
ঘাতক পুত্রকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্বজনরা জানায়, পলাশ ধীর্ঘদিন যাবৎ নেশাগ্রস্থ।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পলাশকে গ্রেফতার করে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।