
জিওর সবচেয়ে সস্তা ফোনের স্পেশিফিকেশন লিক সোশ্যাল মিডিয়াতে
অনলাইন ডেস্ক: জিও ৪জি বাজারে আসার পরেই ধামাকা মাচিয়ে দিয়েছে। একের পর এক অফার রীতিমত বেকায়দায় ফেলে দিয়েছে বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে। এবার অল্প দামে ৪জি ফোন আনতে চলেছে জিও নেটওয়ার্ক। ফোনটি বাজারে এখনও না আসলেও সম্প্রতি ফোনটির ফিচার লিক হয়ে গিয়েছে অনলাইনে।
রিপোর্ট অনুসারে এই ফোনটিতে 2.4-ইঞ্চির ডিসপ্লে থাকবে এর সঙ্গে এতে স্প্রেডেট্ম আর কোয়াল্কম প্রসেসার থাকবে। কোয়াল্কম সম্প্রতি 205 প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। এর সঙ্গে এই নতুন রিপোর্টে এও বলা হয়েছে যে, জিও খুব তাড়াতাড়ি তাদের ফিচার ফোনের দুটি নতুন মডেল বার করবে। দুটিতেই 512MB’র র্যাম আর 4GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে। দুটির স্টোরেজকেই মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। এই ফোনে 2MP’র রেয়ার ক্যামেরা আর একটি VGA ফ্রন্ট ক্যামেরা থাকবে।
সূত্র: কলকাতা