
জেলা পরিষদের অর্থায়নে বেলকুচি মহাশ্মশানে ভবন-চুল্লি নির্মাণে মঙ্গলঘট স্থাপন
চন্দন কুমার আচার্য, সিরাজগঞ্জ: জেলা পরিষদের অর্থায়নে বেলকুচিতে মহাশ্মশানের ভবন ও চুল্লি নির্মাণ কল্পে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস এর সার্বিক সহযোগিতায় মঙ্গলবার সকাল ১১টায় মঙ্গলঘট স্থাপন এবং ভরন ও চুল্লি নির্মালের কাজ শুরু করা হয়।
মঙ্গলঘট স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি মহাশ্মশানের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী নারায়ন চন্দ্র দত্ত, সহ-সভাপতি হেমেন্দ্রনাথ চৌধুরী (কাঁলা), শ্রী বংশীবদন সাহা, পরিচালনা পর্যদের আহ্বায়ক শ্রী বৈদ্যনাথ রায়, শ্রী উত্তম কুমার সাহা, শ্রী আশিষ চৌধুরী, শ্রী নিশিত ভদ্র, শ্রী অলোক চৌধুরী, শ্রী মাধব চন্দ্র সাহা, শ্রী দুলাল মজুমদার, শ্রী পলাশ সাহা সহ অত্র এলাকার সনাতন ধর্মীয় সকল ব্যক্তিবর্গ।