
ঝালকাঠিতে শিক্ষকদের অবস্থান ধর্মঘট
খাইরুল ইসলাম, ঝালকাঠি: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বাৎসরিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা, অবসর কল্যাণের ১০ ভাগ কর্তনের পরিপত্র প্রত্যাহারের দাবিতে ঝালকাঠিতে বেসরকারী মাধ্যমিক শিক্ষক কর্মচারিদের অবস্থান ধর্মঘট পালিত হয়েছে।
বুধবার বেলা ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যারয়ের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, শিক্ষক নেতা মিলন কান্তি দাস, লস্কর মো. মাসুদ, সুনীল বরণ হালদার, প্রমূখ।
সমাবেশে বক্তারা দেশে বৈশম্যহীন গণতান্ত্রীক শিক্ষা ব্যাবস্থার দাবি জানান। দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান শিক্ষক নেতারা।