
টাকা ফেরতের আশায় রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশ হচ্ছে না: অর্থমন্ত্রী
সিলেট প্রতিনিধি: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলা ফিলিপাইনের আদালতে চলতে থাকায় প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘রিজার্ভ ব্যাংক বলছে, তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে চুরি যাওয়া টাকা ফেরত নাও পাওয়া যেতে পারে। তাই আমরা সময় নিচ্ছি। ইতোমধ্যে মামলাটি বেশ এগিয়েছে। টাকা ফেরত পাওয়ার বিষয়েও আমরা আশাবাদী।’
শনিবার (৫ আগস্ট) সিলেট রোজভিউ হোটেলে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘পানামা পেপার কেলেঙ্কারির ব্যাপারে দুদক তদন্ত করছে। এ বিষয়ে এখন কিছু বলা যাবে না। এছাড়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে কিছু কর্মকর্তার দায়িত্ব অবহেলার (নেগলেজেন্সি) অভিযোগ পাওয়া গেছে।’
এর আগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘সিলেটে দুইটি বিষয় গুরুত্বপূর্ণ। এর একটি পর্যটন, অন্যটি বর্জ্য। মেডিক্যাল বর্জ্য অপসারণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত। এর প্রভাব সমাজের সবার ওপর রয়েছে।’
অনুষ্ঠানে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আলমগীর, কুয়েতের সাবেক রাষ্ট্রদূত আসহাব উদ্দিন, জাতিসংঘের বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।