
টাঙ্গাইলে এক শিশুর লাশ উদ্ধার ॥ অপরজন নিখোঁজ
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ঝাওয়াইল বড় গোলাবাড়ী গ্রামের ঝিনাই নদীতে থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো আরো এক শিশু নিখোঁজ রয়েছে।
নিহত নিরব হাসান (৫) উপজেলার ঝাওয়াইল বড় গোলাবাড়ী গ্রামের জামালের ছেলে। নিরব মজিদপুর ক্যাডেট মাদ্রাসার শিশু শ্রেণী শিক্ষার্থী ছিল। অপর নিঁেখাজ মনির (৬) একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর ওই দুই শিশু বাড়িতে এসে খেলতে যায়। তারপর থেকে শিশু দুইটিকে খুজে পাওয়া যায়নি। সম্পর্কে শিশু দুইটি মামা ভাগ্নে। বুধবার সকালে ওই শিশুদের বাড়ির পাশে ঝিনাই নদীতে নিরব মরদেহটি পানিতে ভাসতে দেখা যায়। এ সময় স্থানীয়রা শিশুটির মরদেহ উদ্ধার করে। তবে এখন পর্যন্ত নিখোঁজ অপরজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজ অপর শিশুর বিষয়টি উপজেলা ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে।