
টাঙ্গাইলের নবাগত ডিসি’র কালিহাতীতে মত বিনিময়
নিজস্ব প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন বৃহস্পতিবার (২৫মে) দুপুরে কালিহাতীতে মত বিনিময় করেছেন। কালিহাতী উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবক পৌর মেয়র আনসার আলী বিকম, কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।
মত বিনিময়ে নবাগত জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন তার দায়িত্ব পালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।