
টাঙ্গাইলের বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইল পৌর এলাকার বিএনপি ও জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের হাতে ফুলের নৌকা দিয়ে তারা আওয়ামী লীগে যোগদান করেন।
আওয়ামী লীগে যোগদানকৃতদের মধ্যে রয়েছেন বিএনপির অঙ্গসংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল হক শাহীন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জহিরুল হক, আব্দুস ছালাম হিরু, জাতীয়পার্টির ছাত্রসংগঠণ ছাত্র সমাজের সাহিত্য বিষয়ক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের শহর শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া প্রমূখ।
নব্য যোগদানকৃতরা জানান টাঙ্গাইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরনের নেতৃত্বে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান সুখন, টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর হেলাল ফকির ও আমিনুর রহমান আমিন প্রমূখ।