
টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল বিতর্কে জাতীয় চ্যাম্পিয়ন
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠিত ‘মা ও শিশু’ বিষয়ক স্কুল বির্তক প্রতিযোগিতায় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার(২১ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিযোগিতায় নাফিসা তাসনীম ইশরাকের নেতৃত্বে বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ঢাকাকে হারিয়ে দেশের সেরা টিম হিসেবে বিজয়ী হয়। বিতার্কিক দলে প্রথম ও দ্বিতীয় বক্তা ছিল মেহেরুন নেছা অর্থী ও নাফিসা তাবাসসুম নিপুণ।
জানা যায়, ২০১৬ সালের জানুয়ারিতে এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। দেশসেরা ৪৮টি বিদ্যালয়ের বিতার্কিক দল এতে অংশ নেয়। তিনটি রাউন্ডে এ বিতর্কে জয়ী হওয়ার পর কোয়ার্টার ফাইনালে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজকে ও সেমিফাইনালে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজ হারিয়ে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় দলটি।
চূড়ান্ত পর্বে ঢাকার সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানের সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক আবু হেনা মোরশেদ জামান বিজয়ী দলটির ভূয়সী প্রসংশা করেন। তিনি জানান, স্কুল বিতর্কে তাঁর দেখা গত নয় বছরের মধ্যে সেরা বিতর্ক টিম হচ্ছে টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।