
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ও সম্পাাদকসহ ২৯ শিবির কর্মী আটক
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সম্পাদকসহ ২৯ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার রাত নয়টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন বেসরকারী একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করা হয়। এ সময় ছাত্রাবাস থেকে ১২টি পেট্রোল ও হাতবোমাসহ বিপুল পরিমাণের জিহাদি বই উদ্ধার করে পুলিশ।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুইয়া জানান, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সন্তোষ দক্ষিণ পাড়ার সেনানগর এলাকার হাফিজুর রহমানের বাসায় কয়েকজন ছাত্র ভাড়া থাকতো। পুলিশের কাছে গোপন সংবাদ আসে সেখানে নাশকতা কর্মকান্ড বিষয়ে গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে খবরের সত্যতা পায়। অভিযানে ২৯ শিবির কর্মীকে আটক করে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামী সোমবার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।