
টাঙ্গাইলে আইটিসিএল’র চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী গ্রেপ্তার
টাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামী আইটিসিএল ও এসডিএস এনজিও’র চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজীকে(৬৮) টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ(ডিবি) গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার(১৮ মে) দুপুরে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের(ডিবি) অফিসার ইনচার্জ অশোক কুমার সিংহ জানান, ৪টি সাজা পরোয়ানা ও ৬টি জিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ইসমাইল হোসেন সিরাজীকে বুধবার(১৭ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সিরাজী(৬৮) টাঙ্গাইল সদর উপজেলার ধুলবাড়ী গ্রামের মরহুম সবুর প্রামানিকের ছেলে। তিনি টাঙ্গাইল থেকে পরিচালিত আইটিএল ও এসডিএস নামক দুটি এনজিও’র চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে বিজ্ঞ যুগ্ম দায়রা জজ ঢাকা সিআর ২৫৭৩/১২, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইল জিআর-৩৫০ (০২)০২, টাঙ্গাইল-০৯ (০৮)০২, জিআর ৮৫(০৫)০৩, টাঙ্গাইল-০৭ (০৩)০৩, দেলদুয়ার-০৮ জিআর ৮৪/০৯ সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা এবং দেলদুয়ার-১১ (১১)০৮, জিআর ১১৯১/০৮, ভূঞাপুর-০৩(০৩)০৯, জিআর ১৩১/০৯, টাঙ্গাইল থানার মামলা নং-৩৯(০৮)০২, জিআর ৪০২/০২, মামলা নং ০৯ (০৮) ০২, ঘাটাইল-২০(১১)০৯ জিআর ৯২৭/০৯ এবং টাঙ্গাইল-৩৬ (১১)০৮, জিআর ১১৪০/০৮ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
প্রকাশ, গত শনিবার(১৩ মে) আইটিসিএল ও এসডিএস নামক এনজিও’র চেয়ারম্যান ও শিল্পপতি ইসমাইল হোসেন সিরাজীকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়েছে বলে তার স্ত্রী রুবাইয়া ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন।