
টাঙ্গাইলে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
টাাঙ্গাইল সংবাদদাতা, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে শুক্রবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর উদ্যানে এসে শেষ হয়। র্যালিতে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। পরে পৌর উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়।