
টাঙ্গাইলে আহত অটোরিকশা চালকের মৃত্যু
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের সখিপুরে গুরুতর আহত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত অটোরিকশা চালক আবদুল জলিল (২৫) বাসাইল উপজেলার রাশরা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার লাঙ্গুলিয়া এলাকায় ছিনতাইকারীরা তার গলাকেটে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে।
সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকছুদুল আলম বলেন, আহত চালক জলিল ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আটক দুই জনকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, শনিবার বিকেলে তিন ছিনতাইকারী বাসাইল বাসস্ট্যান্ড থেকে জলিলের অটোরিকশাটি ভাড়া নিয়ে সখিপুরে আসার কথা বলে লাঙ্গুলিয়া এলাকায় একটি বনের কাছে নিয়ে চালকের গলাকেটে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টাকালে জলিলের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা তাদের দুইজনকে গণধোলাই দিয়ে পুলিশে দেয় এবং এক ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় জলিলকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।