
টাঙ্গাইলে আড়াই হাজার পিছ ইয়াবাসহ দুই যুবক আটক
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলে আড়াই হাজার পিছ ইয়াবাসহ ২ যুবককে আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার পাচবেথর গ্রামের নছিম উদ্দিনের ছেলে বাবলু মিয়া (৩৫) ও কালিহাতী উপজেলার পৌলী গ্রামের মৃত আফতার উদ্দিনের ছেলে নাসির উদ্দিন (৩৮)। আজ মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মডেল থানায় ইন্সপেক্টর অপারেশন তাজুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ ও রিপন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের শিবপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে থেকে বাবলু মিয়া ও নাসির উদ্দিন নামের এই দুই ইয়াবা ব্যবসায়িকে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা শপিং ব্যাগে তল্লাশিকালে একটি মোবাইল ফোনের কার্টুনে ভিতর থেকে ১০টি প্যাকেটে রাখা দুই হাজার পিছ ও প্যান্টের পকেট থেকে ২টি প্যাকেটে রাখা ৫’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা ইয়াবা ব্যবসায়ী ও পাঁচারকারী চক্রের সদস্য। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।