
টাঙ্গাইলে ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলে রবিবার ৪ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনপ্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে সকালে বিরূপ আবহাওয়ার কারণে ভোটগ্রহণ কার্যক্রম কিছুটা ব্যাহত হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন সুষ্ঠ ও অবাধভাবে সম্পন্ন করতে নেয়া হয় যথাযথ ব্যবস্থা। ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ২টিতে বিএনপি এবং ১টিতে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) বিজয়ী হয়েছেন।
গোপালপুরে নগদা শিমলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম হোসেন আলী ১২ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহআলম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৪২ এবং বিএনপি’র প্রার্থী আনসার আলী সাগর পেয়েছেন ১ হাজার ৩৫৪ ভোট।
উল্লেখ্য দুপুরে সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল ও এজেন্টকে মারধরের অভিযোগ এনে বিএনপি’র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ভোট বর্জনের ঘোষণা দেন।
সখীপুরে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। ৩নং গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের আব্দুল মান্নান মিয়া (নৌকা) ৪৮১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম কৃষক শ্রমিক জনতা লীগের বাদল মিয়া (গামছা) ৩৪৩৯ ভোট পেয়েছেন। ৭নং দাড়িয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের আনছার আলী আসিফ (নৌকা) ৮২৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম কৃষক শ্রমিক জনতা লীগের সানোয়ার হোসেন মাস্টার (গামছা) ৪১৫২ ভোট পেয়েছেন।
এছাড়া সখিপুরে হাতিবান্ধা ইউনিয়নের একটি সংরক্ষিত মহিলা সদস্য পদে কানিজ ফাতেমা ২ হাজার ৭০১ ভোট (সূর্যমুখী ফুল) পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি শেফালী আক্তার (বক) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪০০ ভোট।
এদিকে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনে মাত্র ২ ভোট বেশি পেয়ে মিনা বেগম (ফুটবল) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৪শ ৮৩। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মামুনুর রশিদ খান (মোরগ) পেয়েছেন ৪শ ৮১ ভোট।
মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়নের তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী ও দুইটিতে বিএনপি প্রার্থীরা এবং একটিতে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হয়েছেন।
ছয় ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানগণ হলেন- লতিফপুর ইউনিয়নে জাকির হোসেন (নৌকা), আজগানা ইউনিয়নে রফিকুল ইসলাম সিকদার (নৌকা), ভাওড়া ইউনিয়নে আমজাদ হোসেন (নৌকা), বহুরিয়া ইউনিয়নে আব্দুস সামাদ (ধানের শীষ), তরফপুর ইউনিয়নে সাইদ আনোয়ার (ধানের শীষ), ফতেপুর ইউনিয়নে (বিএনপি বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ (আনারস) প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন সম্পর্কে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ১১টি ইউনিয়ন পরিষদে অত্যন্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সখিপুরের দুইটি ও মির্জাপুরের ৬টি ইউনিয়নে সাধারণ নির্বাচন, সখিপুরের হাতিবান্দা ইউনিয়নে সদস্য পদে ১টি ও বাসাইলের হাবলা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১টি ওয়ার্ডে এবং গোপালপুরের নকদা শিমলা ইউনিয়নে শুধু চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।