
টাঙ্গাইলে ইয়াবা ও হেরোইনসহ ৩ জন গ্রেফতার
টাঙ্গাইল সংবাদদাতা: টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইলে পৃথক অভিযান চালিয়ে এক হাজার ৮০০পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে দুই সহোদর বোন রয়েছে। বুধবার(১৯ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বুধবার রাতে মধুপুর বাজার থেকে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই বোনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছেন, নাসরিন আক্তার (৪২) এবং তার ছোট বোন শামিমা আক্তার (৩৫)।
অপরদিকে, একইদিন ঘাটাইল উপজেলার চক পাকুটিয়া গ্রাম থেকে ৫০ গ্রাম হেরোইনসহ শাকের খান(২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়। শাকের খান ওই গ্রামের জাফর খানের ছেলে। বৃহস্পতিবার(২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয়। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ওসি অশোক কুমার সিংহ জানান, গ্রেফতারকৃত তিন জনই পেশাদার মাদক বিক্রেতা। তারা জেলার বিভিন্ন জায়গায় গিয়ে মাদক বিক্রি করে থাকে।