
টাঙ্গাইলে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত
বিশেষ প্রতিবেদক, জাগ্রতবাংলা ২৪ ডটকম: টাঙ্গাইলে মঙ্গলবার (১৬ মে) ৪১ তম ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশন মঙ্গলবার দুপুরে সন্তোষ দরবার হলে আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল বলেন, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের মাধ্যমে বাংলাদেশের সমস্যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছিল। একমাত্র দেশ প্রেমের কারণেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা লং মার্চ করতে পেরেছিলেন। তাই ভাসানীকে ভুলে যাওয়া মানে সার্বভৌমত্বকে এবং আত্মমর্যাদাকে ভুলে যাওয়া।
আসিফ নজরুল আরো বলেন, তিস্তার পানি পাওয়ার জন্যে দীর্ঘদিন ধরে ভারতের সাথে বাংলাদেশের আলোচনা হচ্ছে। ভারতকে ট্রানজিট দেয়া হয়েছে। ভারতের সাথে সীমান্ত চুক্তি হয়েছে, চলছে অসম ব্যবসা। অর্থাৎ বাংলাদেশ সবকিছু উজার করে দিয়েও তিস্তার পানি পায়নি।
মওলানা ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা বুলবুল খান মাহবুব, হামিদুল হক মোহন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু প্রমুখ।